হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস বাইডেনের

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বাইডেনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ আমাদের এত বেশি সহযোগিতা করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেনীয় মনোবল এবং পশ্চিমাদের অস্ত্র, বিশেষ করে বেশির ভাগ মার্কিন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আমাদের সাফল্যের উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

তবে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এই সামরিক সহায়তার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন, ‘কীভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত হবে, সে ব্যাপারে আজ আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রতিশ্রুতি পেয়েছি।’ 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে তার দুদিন পরই বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটিকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। এ ছাড়া গত ১৩ মার্চ আবারও বাইডেন প্রশাসন দেশটিকে ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। 

বাইডেন প্রশাসন জানিয়েছে, ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২০ কোটি ডলার সহায়তা দিয়েছে। এই অর্থ বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমেই ইউক্রেনকে দেওয়া হয়েছে।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস