হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস বাইডেনের

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বাইডেনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ আমাদের এত বেশি সহযোগিতা করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেনীয় মনোবল এবং পশ্চিমাদের অস্ত্র, বিশেষ করে বেশির ভাগ মার্কিন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আমাদের সাফল্যের উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

তবে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এই সামরিক সহায়তার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন, ‘কীভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত হবে, সে ব্যাপারে আজ আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রতিশ্রুতি পেয়েছি।’ 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে তার দুদিন পরই বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটিকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। এ ছাড়া গত ১৩ মার্চ আবারও বাইডেন প্রশাসন দেশটিকে ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। 

বাইডেন প্রশাসন জানিয়েছে, ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২০ কোটি ডলার সহায়তা দিয়েছে। এই অর্থ বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমেই ইউক্রেনকে দেওয়া হয়েছে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ