হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করল সিএনএন

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করেছে সিএনএন। তিনি দীর্ঘদিন সিএনএনের উপস্থাপক ছিলেন। ডন লেমন নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টুইট বার্তায় লেমন লেখেন, ‘এ সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’ তিনি জানান, বরখাস্তের বিষয়টি সরাসরি তাঁকে জানানো হয়নি। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

সোমবার টুইটারে ডন লেমন লেখেন, ‘আমি প্রতিনিধির মাধ্যমে আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হই।’ 

টানা ১৭ বছর সিএনএনে কাজ করা লেমন লেখেন, ‘আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ বিষয়টি আমাকে সরাসরি জানানোর মতো ভদ্রতা দেখাবে। আমাকে বরখাস্ত করার কোনো সংকেত দেওয়া হয়নি।’ 

সিএনএনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সিএনএনের সঙ্গে লেমনের আর সম্পর্ক নেই। তাঁকে কর্তৃপক্ষের সঙ্গে বসে আলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করেন। 

বিবৃতিতে দীর্ঘ ১৭ বছর সিএনএনে কাজ করার জন্য ডন লেমনকে ধন্যবাদ জানানো হয়। তবে ঠিক কী কারণে লেমনকে বরখাস্ত করা হয়েছে বিবৃতিতে সেটির কারণ উল্লেখ করা হয়নি। 

২০০৬ সালে সিএনএনের যুক্ত হন ডন লেমন। তিনি আট বছরেরও বেশি সময় প্রাইম-টাইম শো ‘ডন লেমন টুনাইট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিকে নিয়ে লেমনের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। লেমনকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া