হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করল সিএনএন

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করেছে সিএনএন। তিনি দীর্ঘদিন সিএনএনের উপস্থাপক ছিলেন। ডন লেমন নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টুইট বার্তায় লেমন লেখেন, ‘এ সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’ তিনি জানান, বরখাস্তের বিষয়টি সরাসরি তাঁকে জানানো হয়নি। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

সোমবার টুইটারে ডন লেমন লেখেন, ‘আমি প্রতিনিধির মাধ্যমে আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হই।’ 

টানা ১৭ বছর সিএনএনে কাজ করা লেমন লেখেন, ‘আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ বিষয়টি আমাকে সরাসরি জানানোর মতো ভদ্রতা দেখাবে। আমাকে বরখাস্ত করার কোনো সংকেত দেওয়া হয়নি।’ 

সিএনএনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সিএনএনের সঙ্গে লেমনের আর সম্পর্ক নেই। তাঁকে কর্তৃপক্ষের সঙ্গে বসে আলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করেন। 

বিবৃতিতে দীর্ঘ ১৭ বছর সিএনএনে কাজ করার জন্য ডন লেমনকে ধন্যবাদ জানানো হয়। তবে ঠিক কী কারণে লেমনকে বরখাস্ত করা হয়েছে বিবৃতিতে সেটির কারণ উল্লেখ করা হয়নি। 

২০০৬ সালে সিএনএনের যুক্ত হন ডন লেমন। তিনি আট বছরেরও বেশি সময় প্রাইম-টাইম শো ‘ডন লেমন টুনাইট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিকে নিয়ে লেমনের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। লেমনকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ