হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করল সিএনএন

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করেছে সিএনএন। তিনি দীর্ঘদিন সিএনএনের উপস্থাপক ছিলেন। ডন লেমন নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টুইট বার্তায় লেমন লেখেন, ‘এ সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’ তিনি জানান, বরখাস্তের বিষয়টি সরাসরি তাঁকে জানানো হয়নি। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

সোমবার টুইটারে ডন লেমন লেখেন, ‘আমি প্রতিনিধির মাধ্যমে আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হই।’ 

টানা ১৭ বছর সিএনএনে কাজ করা লেমন লেখেন, ‘আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ বিষয়টি আমাকে সরাসরি জানানোর মতো ভদ্রতা দেখাবে। আমাকে বরখাস্ত করার কোনো সংকেত দেওয়া হয়নি।’ 

সিএনএনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সিএনএনের সঙ্গে লেমনের আর সম্পর্ক নেই। তাঁকে কর্তৃপক্ষের সঙ্গে বসে আলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করেন। 

বিবৃতিতে দীর্ঘ ১৭ বছর সিএনএনে কাজ করার জন্য ডন লেমনকে ধন্যবাদ জানানো হয়। তবে ঠিক কী কারণে লেমনকে বরখাস্ত করা হয়েছে বিবৃতিতে সেটির কারণ উল্লেখ করা হয়নি। 

২০০৬ সালে সিএনএনের যুক্ত হন ডন লেমন। তিনি আট বছরেরও বেশি সময় প্রাইম-টাইম শো ‘ডন লেমন টুনাইট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিকে নিয়ে লেমনের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। লেমনকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই