হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেন–সির ফোনালাপে আলোচিত হতে পারে তাইওয়ান ইস্যু

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে টেলিফোন আলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার। দুই প্রেসিডেন্টের মধ্যকার ফোনালাপে আলোচিত হতে পারে বিতর্কিত তাইওয়ান ইস্যুও। এটি এই দুই শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের মধ্যে পঞ্চম ফোনালাপ। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে হোয়াইট হাউস থেকে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে—দুই প্রেসিডেন্টের মধ্যে তাইওয়ানে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের বিষয়টি আলোচনার পাশাপাশি ইউক্রেন সংকটে চীনের অবস্থান নিয়েও আলোচনা করা হবে। 

তবে আলোচনার মূল বিষয় ধরা হচ্ছে—দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব নিরসন। এই আলোচনাকে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে প্রতিযোগিতামূলক বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার একটি দারুণ সুযোগ হিসেবে দেখছেন। 

এদিকে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের চির বৈরী রাষ্ট্র তাইওয়ান সফরের পরিকল্পনায় তীব্র ক্ষোভের সঞ্চার করেছে চীনা নীতি নির্ধারকদের মনে। দেশটি বলেছে, পেলোসির তাইওয়ান সফরের ফলাফল হবে মারাত্মক। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়—গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, ‘অনেকেই মনে করে এই সফর কোনো ভালো উদ্যোগ নয়। তবে, হোয়াইট হাউস মনে করে—এই বিষয়ে চীনের যেকোনো মন্তব্য পরিষ্কারভাবে অপ্রয়োজনীয় এবং কোনোভাবেই দরকারি নয়।’ 

চীনের নীতির কড়া সমালোচক বলে পরিচিত পেলোসির তাইওয়ান সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। এই সফর তাইওয়ানকে চীনের বিপরীতে এক ধরনের নৈতিক শক্তি তো বটেই রাজনৈতিক সহযোগিতাও জোগাবে। 

উল্লেখ্য, চীন কখনোই পৃথক স্বাধীন ভূখণ্ড বলে স্বীকার করেনি তাইওয়ানকে। এবং সম্প্রতি দেশটি প্রয়োজনে চীনের অন্তর্ভুক্ত করে নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে বেশ জোরেশোরে। এর আগে, বেইজিং একাধিকবার তাইপে–ওয়াশিংটনের উষ্ণ সম্পর্কের বিষয়ে উষ্মা প্রকাশ করেছে। সর্বশেষ, গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সতর্ক করে বলেছেন, তাঁর দেশ প্রয়োজনে ‘দৃঢ় এবং স্থির পদক্ষেপ’ নেবে যদি পেলোসি তাইওয়ান সফর করেন। এবং এর জন্য কেবল ওয়াশিংটনই এককভাবে দায়ী থাকবে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ