হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা আসে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন করে অস্ত্র বিক্রির যে ঘোষণা দিয়েছে, এর মধ্যে আছে সাড়ে ৬৫ কোটি ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’। এ ছাড়া আছে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম।

তাইওয়ানে অস্ত্র বিক্রির এই অনুমোদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব অস্ত্র খুব জরুরি। তিনি বলেন, ‘তাইওয়ানের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দেওয়া থেকে সরে আসার জন্য আমরা বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা চাই এর পরিবর্তে তাইওয়ানের সঙ্গে অর্থবহ সংলাপে বসুক চীন।’

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। ওই সফর ঘিরে নতুন উত্তেজনা শুরু হয়। তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। এমন পরিস্থিতিতেই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে অস্ত্র বিক্রির এই চুক্তি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে। চুক্তি প্রত্যাহার না করলে ‘পাল্টা পদক্ষেপের’ মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, চুক্তিটি ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে চরম অবনতির সম্মুখীন করবে। এ ছাড়া পরিস্থিতির আলোকে চীন বৈধ এবং প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই