হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এমা থম্পসনকেও প্রেমের প্রস্তাব, যেভাবে প্রত্যাখ্যাত হন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

অস্কার, বাফটা, এমনকি ‘ডেম’ খেতাব—অভিনয়ের উজ্জ্বল ক্যারিয়ারে এমন বহু সম্মাননা পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন। তবে একটি প্রেমের প্রস্তাবও পেয়েছিলেন, যা তিনি ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছিলেন। বিখ্যাত এই অভিনেত্রীকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প!

রোববার দ্য গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন থম্পসন। এই পুরস্কার গ্রহণের সময় তিনি ট্রাম্পের সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাবটির কথা ফাঁস করেন। তিনি জানান, ঘটনাটি ১৯৯৮ সালের। সেই সময় তিনি ‘প্রাইমারি কালারস’ ছবির শুটিং করছিলেন। ছবিটি ছিল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের রাজনৈতিক উত্থানের ব্যঙ্গাত্মক চিত্রায়ণ। শুটিংয়ের দিনগুলোতেই একদিন তাঁর ফোন বেজে ওঠে।

থম্পসনের ভাষায়, “আমি ফোন তুলতেই অপর প্রান্ত থেকে শোনা গেল, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ প্রথমে ভেবেছিলাম, এটা কোনো রসিকতা। আমি বললাম, ‘আপনার জন্য কী করতে পারি?’ মনে হয়েছিল, হয়তো তিনি কোনো পরামর্শ চাইবেন। ”

কিন্তু ট্রাম্প বলেছিলেন, ‘আমি চাই, আপনি আমার কোনো একটি সুন্দর জায়গায় আসুন। আমরা হয়তো একসঙ্গে ডিনার করতে পারি।’ থম্পসন সেই প্রস্তাবের উত্তর দেন, ‘খুবই মিষ্টি কথা বললেন, ধন্যবাদ। আমি আপনাকে পরে জানাব।’

মজার বিষয় হলো, ট্রাম্প ফোনটি করেছিলেন সেই দিন, যেদিন থম্পসনের তখনকার স্বামী অভিনেতা কেনেথ ব্রানাহর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। অন্যদিকে, ট্রাম্পও তখন তাঁর দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদে ছিলেন। থম্পসন পরে বিষয়টির সময় মিলিয়ে বুঝতে পারেন, ট্রাম্প সম্ভবত সদ্য ডিভোর্স হওয়া কাউকে খুঁজছিলেন তাঁর সঙ্গী হিসেবে। তিনি হাসতে হাসতে বলেন, ‘তিনি আমার ফোন নম্বরও খুঁজে বের করেছিলেন! এটা তো একধরনের পিছু নেওয়ার মতো বিষয়।’

রাজনীতিতে আজীবন লেবার পার্টির সমর্থক থম্পসন ২০১৭ ও ২০১৯ সালের নির্বাচনে জেরেমি করবিনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন। তিনি পরিবেশ, শরণার্থী এবং নারীর অধিকারের পক্ষে সোচ্চার একজন কর্মীও। ট্রাম্পের সেই আহ্বানের বিষয়ে মজার ছলে তিনি বলেন, ‘ভাবুন তো, আমি যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেটে যেতাম, তাহলে হয়তো আমেরিকার ইতিহাসই বদলে যেত!’

ফেস্টিভ্যালে আলোচনায় আসে থম্পসনের সিনেমা ক্যারিয়ার এবং জনপ্রিয় ক্রিসমাস রোমান্টিক কমেডি ‘লাভ অ্যাকচুয়ালি’র কথা। রিচার্ড কার্টিস পরিচালিত এই ছবিতে থম্পসন অভিনয় করেছিলেন ক্যারেন চরিত্রে, যার স্বামী হ্যারি (অ্যালান রিকম্যান) নিজের সেক্রেটারির প্রতি আকৃষ্ট হয়ে বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেন।

ছবিটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা নিয়ে থম্পসন বলেন, ‘এখনো অবাক লাগে, ছবিটি এত বছর ধরে টিকে আছে। ছবিটিকে আমিও পছন্দ করি, তারপরও বিষয়টি অদ্ভুত।’ ওই ছবিতে নারীর হৃদয়ভঙ্গের দৃশ্যগুলো নিয়ে তিনি বলেন, ‘হৃদয় ভাঙার পর; বিশেষ করে নারীরা তা লুকিয়ে রাখে। কারণ, আমরা চাই না, অন্যরা তা দেখুক। সম্ভবত এ কারণেই ছবিটি দর্শকমনে গভীরভাবে নাড়া দিয়েছে।’

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প