যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কিনে শহরের কিনে ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের কাছে একটি বাড়ির গ্যারেজের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
শনিবার এক সংবাদ সম্মেলনে শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, ‘বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। এ সময় উড়োজাহাজে থাকা দুই আরোহী নিহত হন।’
তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। যে বাড়ির ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন বাসিন্দা থাকতেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়ায় সহায়তা করেছে রেডক্রস।
এদিকে এই বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনা তদন্ত করছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত তদারক করে অগ্রগতির বিষয়ে জানাবে।