হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোয় ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ৮ বছর পর গ্রেপ্তার সাবেক অ্যাটর্নি জেনারেল 

মেক্সিকোয় ২০১৪ সালে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার ৮ বছর পর জেসাস মুরিলো নামে এক সাবেক অ্যাটর্নি জেনারেলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটিতে বহুল আলোচিত এই মামলায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে এই ব্যক্তি দেশটি সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালনকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জেসাস মুরিলোকে মেক্সিকো সিটিতে অবস্থিত তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গুম, অপহরণ, নির্যাতন এবং বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার অভিযোগ আনা হয়। 

মেক্সিকোর দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশ থেকে ৪৩ জন শিক্ষক–শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনাটিকে এখন ‘রাষ্ট্রীয় মদদে অপরাধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, মুরিলোকে প্রাথমিকভাবে শহরের প্রধান অ্যাটর্নির কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে কারাগারে স্থানান্তর করা হয়।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, মুরিলোকে গ্রেপ্তারের পরপরই আদালত আরও ৮৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—সেনা সদস্য, পুলিশ সদস্য, গুয়েরেরো প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীসহ আরও অনেকেই। 

২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মুরিলো দেশটির তৎকালীন রাষ্ট্রপতি এনরিক পেনা নিয়েতোর অধীনে দায়িত্ব পালন কালে ৪৩ জন শিক্ষক–শিক্ষার্থী নিখোঁজ হওয়ার মামলার তদারকি করেছিলেন। কিন্তু তিনি কোনো অগ্রগতিই লাভ করতে পারেননি। ঘটনার পর নিখোঁজ হওয়াদের মধ্য থেকে মাত্র ৩ জনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস