হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ন্যাটোপ্রধানের চোখে ইরান-ইসরায়েল দুষ্ট বালক, ট্রাম্প তাদের বাবা

আজকের পত্রিকা ডেস্ক­

ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে আজ বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন। রুটে তাঁকে তুলনা করেছেন ‘স্কুলের শিশুর বাবা’র সঙ্গে। ট্রাম্প গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন, ‘এটি যেন দুই শিশুর মারামারি—যেখানে শেষ পর্যন্ত ‘‘বাবাকে হস্তক্ষেপ করতে হয়’।’’

ডাচ্‌ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো। আপনি জানেন, তারা খুব ভয়ংকরভাবে লড়াই করছে। ওই মুহূর্তে আপনি তাদের থামাতেও পারবেন না। কিন্তু ২-৩ মিনিট লড়াই করতে দিন, তারপর দেখবেন, তাদের থামানো সহজ।’

ট্রাম্পের এই কথার পর রুটে বলেন, ‘তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয়।’ তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন। তবে তাঁর মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘তারা এত দিন ধরে এত কঠিনভাবে লড়ছে, অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে।’ তিনি এ সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। বলেন, ‘দে ডোন্ট নো, হোয়াট দ্য ফাক দে আর ডোয়িং।’

আজ বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই।’ ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না... কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল। সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল, এটিও যুদ্ধ শেষ করেছে।’

তথ্যসূত্র: রয়টার্স

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস