হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কের ব্রুকলিনে গোলাগুলি, আহত ১৩

নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের একটি পাতাল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী সিএনএনকে জানান, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৪ অ্যাভিনিউ এবং ৩৬ স্ট্রিটের নিকটস্থ পাতাল স্টেশনটি এবং সেখানে ঘটনার সময় আগত ট্রেনটি অফিসগামী মানুষে ভর্তি মানুষ ছিল। ঘটনার সময় ওই ট্রেনের একটি বগিতে প্রায় ৪০ / ৫০ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় কিছুই যখন দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী ওই বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

এতে, পাঁচজন সরাসরি গুলিবিদ্ধ হন। নিমেষেই রক্তাক্ত হয়ে যায় বগিটির বিভিন্ন স্থান। প্রাণের ভয়ে যাত্রীরা ধোঁয়ার মধ্যেই ছোটাছুটি করতে থাকে। এ সময়, আরও কয়েক জন আহত হন। 

ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ভেতর থেকে কাউকে বেরোতে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় গ্যাস মাস্ক এবং শ্রমিকের ভেস্ট পরা এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে। 

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি। 

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই। 

নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।  

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস