হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কের ব্রুকলিনে গোলাগুলি, আহত ১৩

নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের একটি পাতাল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী সিএনএনকে জানান, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৪ অ্যাভিনিউ এবং ৩৬ স্ট্রিটের নিকটস্থ পাতাল স্টেশনটি এবং সেখানে ঘটনার সময় আগত ট্রেনটি অফিসগামী মানুষে ভর্তি মানুষ ছিল। ঘটনার সময় ওই ট্রেনের একটি বগিতে প্রায় ৪০ / ৫০ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় কিছুই যখন দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী ওই বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

এতে, পাঁচজন সরাসরি গুলিবিদ্ধ হন। নিমেষেই রক্তাক্ত হয়ে যায় বগিটির বিভিন্ন স্থান। প্রাণের ভয়ে যাত্রীরা ধোঁয়ার মধ্যেই ছোটাছুটি করতে থাকে। এ সময়, আরও কয়েক জন আহত হন। 

ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ভেতর থেকে কাউকে বেরোতে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় গ্যাস মাস্ক এবং শ্রমিকের ভেস্ট পরা এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে। 

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি। 

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই। 

নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।  

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ