হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কুকুর–বিড়ালসহ জীবিত প্রাণী ফ্রিজে রাখতেন তিনি, অবশেষে গ্রেপ্তার

জীবিত কুকুর, বিড়াল, পাখি ও সাপসহ ১৮৩টি প্রাণী গ্যারেজের ফ্রিজ থেকে পাওয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দ্য মোহাভে কাউন্টি শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ৪৩ বছর বয়সী মাইকেল প্যাট্রিক টারল্যান্ড নামের ওই ব্যক্তির ফ্রিজ থেকে কিছু প্রাণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে পশুর প্রতি নিষ্ঠুর আচরণের জন্য একাধিক মামলা করা হয়েছে। 

শেরিফের মুখপাত্র অনিতা মরটেনসেন বলেন, ফ্রিজের ছবিগুলো ঘৃণ্য এবং হৃদয় বিদারক। পশুপ্রেমী হিসেবে আমি তাদের দিকে তাকিয়ে কাঁদছিলাম।

 এদিকে এই ঘটনার পর টারল্যান্ডের স্ত্রী ব্রুকলিন বেককে খুঁজছে পুলিশ।

সম্প্রতি এক নারী টারল্যান্ডের কাছে তাঁর কিছু সাপ রেখে এসেছিলেন। কিন্তু টারল্যান্ড ওই সাপ পরে ফেরত না দেওয়ায় এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। পরে পুলিশ অভিযান চালিয়ে টারল্যান্ডকে গ্রেপ্তার করে। 

ওই নারী জানান, টারল্যান্ডের বাড়ির মালিক অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার সময় বাড়ির গ্যারেজের একটি ফ্রিজে তাঁর সাপসহ প্রাণীগুলো দেখতে পান। পরে তাঁকে খবর দেওয়া হয়। 

তবে কি কারণে টারল্যান্ড প্রাণীগুলোকে ফ্রিজে রাখতেন সেই কারণ এখনো জানা যায়নি।

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প