হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পশ্চিমতীর দখল করে আছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল প্রকৃতপক্ষে পশ্চিমতীর দখল করে রেখেছে।  স্থনীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, মানবাধিকারের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী পশ্চিম তীরের বর্তমান অবস্থায় ‘দখল’ শব্দটি ব্যবহার করা যায়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ইসরায়েল, পশ্চিমতীর এবং গাজা নামে একটি বিভাগ করা হতো। কিন্তু বাইডেন প্রশাসন সেই বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইসরায়েল এবং অধিকৃত অঞ্চল।  

বাইডেনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (৩০ মার্চ) মানবাধিকার বিষয়ক প্রতিবেদনটি প্রকাশিত হয়। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিসা পিটারসন বলেন, প্রতিবেদনে মূলত আঞ্চলিক নাম ব্যবহার করা হয়েছে। এ জন্য ইসরায়েল, পশ্চিমতীর এবং গাজা লেখা হয়েছে যাতে পাঠকরা সহজে বুঝতে পারেন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে ইহুদি বসতি পরিদর্শন করে অতীতের সব নজির ভেঙে ছিলেন। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরে ইহুদি বসতিকে অবৈধ বলে গণ্য করে । এছাড়া ট্রাম্পও মনে করতেন,  ইসরায়েলকে স্বাধীনভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করতে দেওয়া উচিৎ।

 ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েল রাজধানী হিসেবে স্বীকৃতিও দিয়েছিলেন । এছাড়া সিরিয়ার গোলান মালভূমি দখল নিয়েও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এএফপি

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ইউরোপজুড়ে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

সোভিয়েতকে তথ্য দিয়ে পশ্চিমাদের বিপদে ফেলেছিলেন যে সিআইএ এজেন্ট, তিনি মারা গেছেন

গ্রিনল্যান্ড দখলের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক অভিযান: হোয়াইট হাউস