হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পশ্চিমতীর দখল করে আছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল প্রকৃতপক্ষে পশ্চিমতীর দখল করে রেখেছে।  স্থনীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, মানবাধিকারের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী পশ্চিম তীরের বর্তমান অবস্থায় ‘দখল’ শব্দটি ব্যবহার করা যায়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ইসরায়েল, পশ্চিমতীর এবং গাজা নামে একটি বিভাগ করা হতো। কিন্তু বাইডেন প্রশাসন সেই বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইসরায়েল এবং অধিকৃত অঞ্চল।  

বাইডেনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (৩০ মার্চ) মানবাধিকার বিষয়ক প্রতিবেদনটি প্রকাশিত হয়। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিসা পিটারসন বলেন, প্রতিবেদনে মূলত আঞ্চলিক নাম ব্যবহার করা হয়েছে। এ জন্য ইসরায়েল, পশ্চিমতীর এবং গাজা লেখা হয়েছে যাতে পাঠকরা সহজে বুঝতে পারেন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে ইহুদি বসতি পরিদর্শন করে অতীতের সব নজির ভেঙে ছিলেন। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরে ইহুদি বসতিকে অবৈধ বলে গণ্য করে । এছাড়া ট্রাম্পও মনে করতেন,  ইসরায়েলকে স্বাধীনভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করতে দেওয়া উচিৎ।

 ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েল রাজধানী হিসেবে স্বীকৃতিও দিয়েছিলেন । এছাড়া সিরিয়ার গোলান মালভূমি দখল নিয়েও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এএফপি

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ