হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান-ইসরায়েলের সাড়া নেই, যুদ্ধবিরতি নিয়ে বাগাড়ম্বর করেই যাচ্ছেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ইসরায়েলের তরফ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা না এলেও মার্কিন প্রেসিডেন্ট আবারও ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও ইরানের মধ্যে তার দাবিকৃত যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেছেন। অথচ, এখনো দুই দেশ একে অপরের ভূখণ্ডে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আজকের এই চুক্তি আমরা করতে পারতাম না, যদি আমাদের দুর্দান্ত বি-২ বিমানের পাইলটদের মেধা ও সাহস না থাকত এবং এই অভিযানের সঙ্গে জড়িত সবার অবদান না থাকত।’

তিনি আরও যোগ করেন, ‘এক অর্থে বলতে গেলে, এবং খুব মজার ব্যাপার হলো, সেই নিখুঁত হামলা—যা রাতে চালানো হয়েছিল—সবাইকে একত্র করল, আর তার পরই চুক্তি হয়ে গেল!!!’

এর আগে ট্রাম্প বলেন, তাঁর দাবি অনুযায়ী তিনি যে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন, তাতে বিশ্ব ও মধ্যপ্রাচ্য অনেক উপকৃত হবে। তবে তাঁর দাবির পরও এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ইরান-ইসরায়েল দুই দেশ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’

তিনি আরও লেখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুই দেশকেই আশীর্বাদ করুন!’

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই