হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে করোনা  

শিগগিরই করোনার ডেলটা ধরনের সংক্রমণের চূড়ায় পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র । তবে বিশেষজ্ঞরা আশা করছেন,  আসছে বছরগুলোতে যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাস মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। 

জরিপকারী সংস্থা কোভিড অ্যাক্ট নাউ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়। অতি সংক্রামক ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর এটি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ রোগী শনাক্তের সংখ্যা। এদিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করোনা রোগী কমতে শুরু করেছে। 
 
কিন্তু যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে এখনো এক লাখের বেশি করোনা রোগী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। 

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জরুরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ভক্তি হানসোতি বলেং, যুক্তরাষ্ট্র ভারতের অনুরূপ গতিপথে চলছে।  

পশ্চিম ইউরোপের দেশগুলোতে ডেলটার সংক্রমণ কমতে শুরু করেছে।

তবে বিশেষজ্ঞদের শঙ্কা, ডেলটা ছাড়াও সামনে করোনার আরও সংক্রামক ধরন দেখা যেতে পারে। 

কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের ভাইরোলজিস্ট অ্যাঙ্গেলা রাসমুসেন বলেন, `আমি খারাপ কিছু শঙ্কা করতে চাই না। তবে আমার মনে হয় না আমরা মিউটেশনগুলোর মৌলিক ফাংশনগুলো সম্পর্কে জানি।'

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি ঠেকাতে পারবে।  এই টিকা ১২ বছর বয়সী শিশুদের দেহে কেমন প্রভাব ফেলবে, সেটি দেখার জন্য মুখিয়ে আছেন বিশেষজ্ঞরা। 

ধারণা করা হচ্ছে, বিশ্বের সবার বুস্টার ডোজের প্রয়োজন হবে, শুধু যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম তাদেরই ভ্যাকসিন দিতে হবে।

যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের সংক্রামক রোগ বিশেষজ্ঞ গ্রেগ পোল্যান্ডের ধারণা , আগামী কয়েক প্রজন্মকে করোনা নিয়েই থাকতে হবে।  আমরা এখনো ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে টিকা দিয়ে যাচ্ছি। 

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে