হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে করোনা শুরুর পর থেকে গত শনিবার এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্তের এ ঊর্ধ্বগতি। 

ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, সোমবার দেশটিতে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সিডিসির একজন মুখপাত্র নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, ক্রিসমাসের সময়কালে পরীক্ষা এবং পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকার কারণে শনাক্তের সংখ্যাটি সম্ভবত 'অতিরিক্ত' হয়েছে। নতুন বছরে পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন। 

এর মধ্যে ফ্রান্সেও এক দিনে ইউরোপের সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গতকাল মঙ্গলবার এক দিনে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান এর আগে সতর্ক করেছিলেন, সবকিছু দেখে মনে হচ্ছে ফ্রান্স জানুয়ারির শুরুতে ২ লাখ ৫০ হাজারের মতো দৈনিক শনাক্ত দেখতে পারে। 

ইতালি, গ্রিস, পর্তুগাল এবং ইংল্যান্ডও গতকাল মঙ্গলবার রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুসারে ২৬ ডিসেম্বরের আগের সপ্তাহে ইউরোপে নতুন করোনা সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে এবং আমেরিকা অঞ্চলে ৩০ শতাংশ বেড়েছে। 

এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট যে কতটা ঝুঁকিপূর্ণ, তা এর শনাক্তের হার দেখেই বোঝা যায়। তবে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেলটার চেয়ে কম শক্তিশালী। সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও কম পড়ে। তবে সংক্রমণ বেশি হওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট হওয়ার আশঙ্কা রয়েছে। 

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া