হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হাইতির প্রেসিডেন্ট হত্যার দায়ে জ্যামাইকায় সাবেক সিনেটর আটক

হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক এক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফ নামের ওই সিনেটরকে গ্রেপ্তার করে জ্যামাইকার কনস্ট্যাবুলারি ফোর্স। তাঁকে মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস সিনেটরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস। 

জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআইও। 

গত বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট মোইসেকে তাঁর বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই দেশটির তৎকালীন পুলিশপ্রধান লিওন চার্লস বলেছিলেন, ‘জোসেফ প্রেসিডেন্ট হত্যায় অস্ত্র সরবরাহ করেছিলেন এবং মিটিং আয়োজন করেছিলেন।’ 

প্রেসিডেন্ট মোইসে হত্যাকাণ্ড নিয়ে হাইতি পুলিশের করা এক তদন্তের ১২৪ পৃষ্ঠার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে। 

প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কলাম্বিয়ার সেনাবাহিনীর সাবেক কয়েক সেনাসদস্যও রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা হয়েছিল। 

এদিকে হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। 

প্রসঙ্গত, নিকট অতীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস