হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হাইতির প্রেসিডেন্ট হত্যার দায়ে জ্যামাইকায় সাবেক সিনেটর আটক

হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক এক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফ নামের ওই সিনেটরকে গ্রেপ্তার করে জ্যামাইকার কনস্ট্যাবুলারি ফোর্স। তাঁকে মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস সিনেটরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস। 

জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআইও। 

গত বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট মোইসেকে তাঁর বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই দেশটির তৎকালীন পুলিশপ্রধান লিওন চার্লস বলেছিলেন, ‘জোসেফ প্রেসিডেন্ট হত্যায় অস্ত্র সরবরাহ করেছিলেন এবং মিটিং আয়োজন করেছিলেন।’ 

প্রেসিডেন্ট মোইসে হত্যাকাণ্ড নিয়ে হাইতি পুলিশের করা এক তদন্তের ১২৪ পৃষ্ঠার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে। 

প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কলাম্বিয়ার সেনাবাহিনীর সাবেক কয়েক সেনাসদস্যও রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা হয়েছিল। 

এদিকে হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। 

প্রসঙ্গত, নিকট অতীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। 

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে