হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে এবার গাড়িচাপায় প্রাণ গেল ৮ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শপিং মলে বন্দুক সহিংসতার ক্ষত না শুকাতেই আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। টেক্সাসের ব্রাউনসভ্যালিতে এবার গাড়িচাপায় ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ৮টার দিকে মেক্সিকো সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রের কাছে বাস থামার স্থানে লোকজন অপেক্ষা করছিলেন। এ সময় একটি গাড়ি তাঁদের চাপা দেয়। তখন ৮ জন নিহত হন এবং অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ব্রাউনসভিল পুলিশ বলেছে, গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়। 

তবে কোনো কোনো মার্কিন গণমাধ্যম পুলিশকে উদ্ধৃত করে বলেছে, গাড়িচালক ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বলেছেন, সিসি টিভির ফুটেজে একটি গাড়িকে দ্রুতগতিতে বাসস্টপের কাছে আসতে দেখা গেছে। নিহতদের বেশির ভাগই ভেনেজুয়েলার পুরুষ বলেও জানান তিনি। 

ঘটনার পর পুলিশ জানিয়েছে, চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তিনি পুলিশের সঙ্গে অসহযোগিতা করছেন বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের আগমন বাড়তে দেখা গেছে। 

এর আগে গত শনিবার টেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হন। পরে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও