হ্যারিকেন থেকে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া আইডার প্রভাবে অতি বর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, শহরে অবস্থা বিপজ্জনক। সেখানকে বন্যা নির্মম রূপ নিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাবওয়ে স্টেশন এবং মানুষের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।
নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।
গত রোববার ক্যাটাগরি-৪ এর হ্যারিকেন আইডা লুইজিয়ানায় আঘাত হানে। লুইজিয়ানায় শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া নিউ নিউ অর্লিন্স রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।