হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ব্যাংক ডাকাতির অভিযোগে ৭৮ বছরের নারী আটক

যুক্তরাষ্ট্রের মিজৌরি প্রদেশে ৭৮ বছর বয়স্ক এক নারীকে ব্যাংক ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে। মিজৌরি প্রদেশের পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বনি গুচ নামের ওই বৃদ্ধা নারী গোপার্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে ঢুকে কয়েক হাজার ডলারের দাবি সংবলিত একটি চিরকুট ব্যাংক কর্মকর্তার হাতে ধরিয়ে দেন। ডলার নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি আবার ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’ গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কানসাস সিটি স্টার জানিয়েছে, গত ৫ এপ্রিল এন-৯৫ এর কালো মাস্ক, রোদ চশমা ও প্লাস্টিকের হাতমোজা পরে গুচ ব্যাংকে ঢুকে পড়েন। ব্যাংকে ঢুকে তিনি এক কর্মকর্তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার এক্ষুনি ১৩ হাজার ডলার প্রয়োজন।’

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা জানান, ওই ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজে গুচকে ব্যাংকের কাউন্টারে হাতের বারবার থাবা দিতে ও এবং দ্রুত ডলার দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাকে চাপ দিতে দেখা গেছে।

ডাকাতির দিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্ট ‘ডাকাতি চলছে’ এমন খবর পায়। পরে তাঁরা অভিযান চালিয়ে গুচকে একটি কার গাড়ির মধ্য মদ্যপ অবস্থায় পায়। গাড়ির মেঝেতে ডলার ছিটানো অবস্থায় ছিল। তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মামলা হয়েছে।

হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান টমি রাইট সংবাদমাধ্যম কানসাস সিটি স্টারকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে গুচকে খুঁজে পাওয়ার পর কিছুটি বিভ্রান্ত ছিলাম। আমরা নিশ্চিত হতে পারছিলাম না এই বৃদ্ধ মহিলা একজন ব্যাংক ডাকাত হতে পারে।’

তবে গুচের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ এটিই প্রথম নয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি ১৯৭৭ সালের অপরটি ২০২০ সালের আরেকটি ব্যাংক ডাকাতি। সেবারেও তিনি ব্যাংক কর্মকর্তার হাতে জন্মদিনের একটি কার্ড ধরিয়ে দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘এটি একটি ব্যাংক ডাকাতি’। ২০২০ সালের এই মামলা নিষ্পত্তি হয় ২০২১ সালে।

টমি রাইট আরও বলেন, ‘গুচের কোনো বড়সড় রোগ নেই। তবে তিনি বয়স্ক হওয়ার কারণে আমরা তাঁর স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখছি। যা তাঁকে এমন কাজ করতে তাড়িত করে থাকতে পারে।’

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া