হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ সমস্যায় পড়বে: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখে দেওয়ার মতো ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। আর এ জন্যই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়া সফরের সময় সান্না এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের একটি গবেষণা থেকে জানা গেছে, ইউক্রেনকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কিল ইনস্টিটিউট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরপর রয়েছে যুক্তরাজ্য। তবে তাদের সহায়তা যুক্তরাষ্ট্রের সহায়তার তুলনায় খুবই নগণ্য।

শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনির লোই ইনস্টিটিউট থিংক ট্যাংকে বক্তৃতা দেওয়ার সময় সান্না মারিন আরও বলেছেন, ‘আপনাদের একটি কঠিন সত্য বলি। ইউরোপ এ মুহূর্তে যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা হয়তো বিপদে পড়ব।’ ইউরোপের সামরিক শক্তি বাড়াতে আরও কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক অস্ত্র, অর্থ ও মানবিক সহায়তা দিয়েছে। ইউরোপ এ রকম সহায়তা দেওয়ার মতো এখনো যথেষ্ট শক্তিশালী হয়নি। এ রকম পরিস্থিতি মোকাবিলায় ইউরোপকে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।’

ক্ষমতায় থাকার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার জন্য ন্যাটোর ইউরোপীয় দেশগুলোর নিয়মিত সমালোচনা করতেন। ২০২০ সালের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র তাদের মোট জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে, যেখানে ইউরোপের দেশগুলো ব্যয় করেছে মাত্র ১ দশমিক ৭৭ শতাংশ।

বক্তৃতা দেওয়ার সময় সান্না মারিন অভিযোগ করে বলেন, জ্বালানির প্রয়োজনে ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার সঙ্গে সম্প্রতি গভীর সম্পর্ক গড়ে তুলেছে। আমরা ভেবেছিলাম, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক বন্ধন গড়ে তোলার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা যাবে। কিন্তু ইউরোপের সেই কৌশল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস