হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বেশি বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র চান ট্রাম্প, আগ্রহ কম যুদ্ধবিমানে

আজকের পত্রিকা ডেস্ক­

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৮৯২.৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে উচ্চপ্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ বাড়াতে চাইছেন। তবে তিনি নৌবাহিনীর কর্মসংস্থান ও যুদ্ধজাহাজ কেনায় কাটছাঁট করতে চাচ্ছেন। গতকাল বুধবার প্রকাশিত বাজেট নথিতে এসব তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, নতুন বাজেটে সেনাবাহিনীর সদস্যদের জন্য ৩.৮ শতাংশ বেতন বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তবে বাজেটটি আগের বছরের তুলনায় প্রায় একই স্তরে থাকছে। খরচ কমাতে ট্রাম্প বেশ কিছু পুরোনো অস্ত্র, যুদ্ধজাহাজ ও বিমান অবসরে পাঠাতে চান। এতে নৌবাহিনীর ৭ হাজার ২৮৬ বেসামরিক কর্মী চাকরি হারাতে পারেন।

এই বাজেটে পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য এনার্জি ডিপার্টমেন্টের বরাদ্দও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, ট্রাম্পের আলোচিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের আলাদা বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য প্রাথমিকভাবে ২৫ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদ।

ট্রাম্প ২০২৬ সালের বাজেটে ৪৭টি এফ-৩৫ যুদ্ধবিমান চেয়েছেন, যেখানে ২০২৫ সালে বাইডেন চেয়েছিলেন ৬৮ টি। তবে ট্রাম্প ৪৭টি চাইলেও কংগ্রেসের একটি খসড়া বিল এ সংখ্যা বাড়িয়ে ৬৯টি করার প্রস্তাব দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই যুদ্ধবিমান তৈরি করছে লকহিড মার্টিন। একই কোম্পানি তৈরি করছে বাজেটে অগ্রাধিকার পাওয়া তিন ধরনের ক্ষেপণাস্ত্রও।

বাজেটে ছোট আকারের ড্রোনে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাশ্রয়ী হলেও এই ড্রোনগুলো কার্যকর যুদ্ধ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বাজেট যুক্তরাষ্ট্রের সামগ্রিক ব্যয়ের মধ্যে প্রতিরক্ষায় অর্ধেকেরও বেশি খরচের দিকটি তুলে ধরে। বাজেটের বাকি অংশ পরিবহন, শিক্ষা, কূটনীতি ও অন্যান্য বিভাগে ব্যয় হয়।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ