এক বছরের মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মিলি এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কংগ্রেসের শুনানিতে অংশ নেয়। সেখানেই জেনারেল মার্ক মিলি এমন সতর্কবার্তা দেন।
জেনারেল মিলি বলেন, তালেবান এখনো একটি সন্ত্রাসীগোষ্ঠী । যারা ৯/১১ ঘটিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি তালেবান।
শুনানিতে অংশ নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আফগানিস্তানের সেনাবাহিনীর আকস্মিক পতন যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়েছে। একই সঙ্গে আফগান সামরিক বাহিনীর সক্ষমতা, উচ্চ-পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি এবং দুর্বল নৈতিকতাসহ আমেরিকার ২০ বছরের দীর্ঘ যুদ্ধের ব্যাপারে ওয়াশিংটন ভুল হিসেব করেছিলও বলে স্বীকার করেন তিনি।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলায় ১৩ মার্কিন সেনাসদস্যসহ ১৮২ জন নিহত হন।