হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বুধবার ভিডিও কনফারেন্সে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মিয়ানমারে রক্তপাত বন্ধে গত এপ্রিলে পাঁচ দফা ঘোষণা করে আসিয়ান।

আসিয়ানের ওই পাঁচ দফা দাবির মধ্যে ছিল—

  • মিয়ানমারে বিবদমান সব পক্ষ তাৎক্ষণিকভাবে সহিংসতার পথ ত্যাগ ও চূড়ান্ত সংযম পালন করবে।
  • মিয়ানমারের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের উপায় খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ শুরু করতে হবে।
  • আসিয়ানের মহাসচিবের সহায়তায় জোটের চেয়ারম্যানের বিশেষ দূত সংলাপে মধ্যস্থতা করবেন।
  • আসিয়ান মিয়ানমারে মানবিক সহায়তা প্রদান করবে।
  • আসিয়ানের বিশেষ দূত ও প্রতিনিধিদল বিবদমান পক্ষগুলোর সঙ্গে কথা বলার জন্য মিয়ানমার সফর করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন ওই পাঁচ দফা দাবি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রাইস আরও বলেন, মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারে দ্রুত গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। মিয়ানমারের কারাবন্দীদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজারের বেশি বিক্ষোভকারী।

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প