হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বুধবার ভিডিও কনফারেন্সে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মিয়ানমারে রক্তপাত বন্ধে গত এপ্রিলে পাঁচ দফা ঘোষণা করে আসিয়ান।

আসিয়ানের ওই পাঁচ দফা দাবির মধ্যে ছিল—

  • মিয়ানমারে বিবদমান সব পক্ষ তাৎক্ষণিকভাবে সহিংসতার পথ ত্যাগ ও চূড়ান্ত সংযম পালন করবে।
  • মিয়ানমারের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের উপায় খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ শুরু করতে হবে।
  • আসিয়ানের মহাসচিবের সহায়তায় জোটের চেয়ারম্যানের বিশেষ দূত সংলাপে মধ্যস্থতা করবেন।
  • আসিয়ান মিয়ানমারে মানবিক সহায়তা প্রদান করবে।
  • আসিয়ানের বিশেষ দূত ও প্রতিনিধিদল বিবদমান পক্ষগুলোর সঙ্গে কথা বলার জন্য মিয়ানমার সফর করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন ওই পাঁচ দফা দাবি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রাইস আরও বলেন, মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারে দ্রুত গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। মিয়ানমারের কারাবন্দীদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজারের বেশি বিক্ষোভকারী।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার