হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাবার কম বয়সী স্ত্রীর বিরুদ্ধে বিলিয়নিয়ার পুত্রের মামলা

স্ত্রী কিম ফুয়ং নুগুয়েনের সঙ্গে ফরেস্ট প্রিস্টন। ছবি: ফোর্বস

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বসবাস করছেন নার্সিং হোম মোগল হিসেবে পরিচিতি ৯১ বছর বয়সী ফরেস্ট প্রিস্টন। প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যের ব্যবসায়িক সাম্রাজ্য তাঁর। কিন্তু সম্প্রতি প্রিস্টনের ৬৫ বছর বয়সী ছেলে অব্রে প্রিস্টন বাবার বর্তমান স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এ বিষয়ে ফোর্বস জানিয়েছে, মামলায় বাবার চেয়ে বয়সে ৩৬ বছরের ছোট তাঁর বর্তমান স্ত্রী কিম ফুয়ং নুগুয়েনের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাৎ এবং বাবাকে তিলে তিলে মেরে ফেলার অভিযোগ এনেছেন আব্রে। তিনি দাবি করেছেন, তাঁর বাবা ফরেস্ট প্রিস্টন ডিমেনশিয়ার রোগী। এই সুযোগে কিম এবং তাঁর পরিবার ইতিমধ্যে ফরেস্টের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।

ফরেস্ট প্রিস্টন আমেরিকার লাইফ কেয়ার সেন্টারের মালিক। এটি মূলত যুক্তরাষ্ট্রের নার্সিং হোমগুলোর একটি বৃহত্তম ব্যক্তিগত চেইন। ছেলে আব্রের অভিযোগ, তিন বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে বাবাকে নিয়ে নানা ধরনের কারসাজি করছেন সৎ মা কিম। অথচ এই ব্যবসা পরিচালনার জন্য কোনো অভিজ্ঞতাই নেই কিমের। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, প্ররোচনায় পড়ে কিমকে কোম্পানির সিইও পদ দিতে চাইছেন ফরেস্ট।

কিম এবং তাঁর ভাই-বোনেরা ইতিমধ্যে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি সহ বেশ কিছু সম্পদ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন আব্রে। মামলায় তিনি উল্লেখ করেছেন, তাঁর বাবার সঙ্গে তাঁকে দেখা করতেও বাধা দিয়েছেন কিম। অথচ ফরেস্ট প্রিস্টনের সঙ্গে তাঁর সন্তানদের সম্পর্ক অনেক ভালো।

এ অবস্থায় বাবার সুরক্ষায় আইনিভাবে নিজেকে নিযুক্ত করতে চাইছেন আব্রে। তিনি যুক্তি দিয়েছেন, ফরেস্ট আর তাঁর ব্যবসা চালাতে সক্ষম নন। ফলে কোনো অভিজ্ঞতা ছাড়াই নার্সিং হোমের ব্যবসায় হস্তক্ষেপ করছেন কিম।

আব্রের মামলায় কোম্পানির আর্থিক সংগ্রামের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে, করোনা মহামারির পর এই কোম্পানি আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়েছিল। তাই বাবা এবং বাবার কোম্পানি উভয়কে রক্ষা করাই তাঁর লক্ষ্য।

আগের স্ত্রীর মৃত্যুর পর ২০১৮ সালে ফরেস্ট প্রিস্টন কিমকে বিয়ে করেছিলেন। ফরেস্টের ছেলের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আমেরিকা জুড়ে লাইফ কেয়ার সেন্টারের অন্তত ২০০টি শাখা রয়েছে। এই কোম্পানির সিইও হিসেবে এখনো ফরেস্ট প্রিস্টনই রয়েছেন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস