হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ায় বৃদ্ধ গ্রেপ্তার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার মার্কিন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

ব্রুকলিনের প্রসিকিউটর অফিস জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম টমাস ওয়েলনিকি। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছেন।

২০২০ সালের জুলাইতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশের কাছে স্বেচ্ছায় দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়েলনিকি বলেন, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে গেলে যদি ক্ষমতা না ছাড়তে চান, তাহলে তাঁর বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষার অন্যতম দায়িত্বে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এই সংস্থার কাছে গত বছরের জানুয়ারিতে দুটি ভয়েস মেসেজ পাঠান ওয়েলনিকি। সেখানে তিনি ট্রাম্প ও ১২ জন কংগ্রেস সদস্যকে হত্যার হুমকি দেন।

ওই ভয়েস মেসেজে কুইনসের বাসিন্দা ওয়েলনিকি বলেন, হ্যাঁ, এটি একটি হুমকি। আসুন আমাকে গ্রেপ্তার করুন। ওই ব্যক্তি (ট্রাম্প) ও তার ১২টি বানরকে বের করার জন্য আমি যা করতে পারি তা করব।

গত নভেম্বরেও ওয়েলনিকি তিনবার নিউ ইয়র্কের সিক্রেট সার্ভিসের অফিসে ফোন করেন। ওই ফোনগুলোতে তিনি পরিচয় দিয়ে কথা বলেন। 

ট্রাম্পকে হিটলার বলে উল্লেখ করে ওয়েলনিকি বলেন, ‘আমি তাঁর মৃত্যু নিশ্চিত করতে যা করার প্রয়োজন করব।’ 

গত মাসে আরেকটি ফোন কলে সিক্রেট সার্ভিসকে ওয়েলনিকি বলেন, নতুন গৃহযুদ্ধ শুরু হতে পারে। ভোটের কোনো দাম না থাকলে সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া ন্যায়সংগত। 

গ্রেপ্তারের পরই স্থানীয় সময় সোমবার টমাস ওয়েলনিকিকে ব্রুকলিনের একটি আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হয়। পরে তাঁকে ৫০ হাজার ডলারের বিনিময়ে জামিন দেওয়া হয়। জামিনের শর্তে বলা হয়েছে, ওয়েলনিকিকে রাতে গৃহবন্দী থাকতে হবে, যা জিপিএস পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ওয়েলনিকিকে মানসিক চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিনের প্রসিকিউটর অফিস।

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প