হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডাকাতদের নিয়ে রিপোর্টের সময় ডাকাতির শিকার সাংবাদিক

শহরে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডাকাতি। রাতে পথে-ঘাটে যেকোনো সময় ডাকাতির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই ডাকাতদের দৌরাত্ম্য নিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় রিপোর্টিং করতে যান একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক। তারা সেখানে টিভিতে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক তখন ওই দুই সাংবাদিকই ডাকাতির শিকার হন।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। গত সোমবার স্থানীয় সময় রাত ৪টা ৩০ মিনিটের দিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তারা। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি-৭ এর বরাতে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শিকাগো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৪টা ৩০ মিনিটের দিকে নিজেদের কাজের প্রস্তুতি নিচ্ছিলেন ওই দুই সাংবাদিক। তখন একটি কালো ও একটি ধূসর রঙের গাড়ি তাদের দিকে এগিয়ে আসে। গাড়ির ভেতর থেকে মাস্ক পরে তিনজন বের হয়ে আসেন এবং তাদের দিকে অস্ত্র তাক করেন।

ওই ডাকাতরা অস্ত্রের মুখে ২৮ ও ৪২ বছর বয়সী দুই সাংবাদিকের ভিডিও ক্যামেরাসহ সবকিছু ছিনিয়ে নেয়। তবে ভাগ্য ভালো যে, এ ঘটনায় কেউ আহত হননি। বর্তমানে এরিয়া-৫ এর গোয়েন্দারা ডাকাতির বিষয়টি তদন্ত করছেন।

এদিকে এ মাসে শিকাগোতে সাংবাদিকদের ডাকাতির শিকার হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। গত ৮ আগস্ট একজন ফটোগ্রাফার তার কাজ করার সময় ডাকাতদের কবলে পড়েন। মালপত্র কেড়ে নেওয়া ছাড়াও ওই ফটোগ্রাফারকে মারধর করে ডাকাতরা।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও