হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডাকাতদের নিয়ে রিপোর্টের সময় ডাকাতির শিকার সাংবাদিক

শহরে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডাকাতি। রাতে পথে-ঘাটে যেকোনো সময় ডাকাতির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই ডাকাতদের দৌরাত্ম্য নিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় রিপোর্টিং করতে যান একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক। তারা সেখানে টিভিতে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক তখন ওই দুই সাংবাদিকই ডাকাতির শিকার হন।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। গত সোমবার স্থানীয় সময় রাত ৪টা ৩০ মিনিটের দিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তারা। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি-৭ এর বরাতে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শিকাগো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৪টা ৩০ মিনিটের দিকে নিজেদের কাজের প্রস্তুতি নিচ্ছিলেন ওই দুই সাংবাদিক। তখন একটি কালো ও একটি ধূসর রঙের গাড়ি তাদের দিকে এগিয়ে আসে। গাড়ির ভেতর থেকে মাস্ক পরে তিনজন বের হয়ে আসেন এবং তাদের দিকে অস্ত্র তাক করেন।

ওই ডাকাতরা অস্ত্রের মুখে ২৮ ও ৪২ বছর বয়সী দুই সাংবাদিকের ভিডিও ক্যামেরাসহ সবকিছু ছিনিয়ে নেয়। তবে ভাগ্য ভালো যে, এ ঘটনায় কেউ আহত হননি। বর্তমানে এরিয়া-৫ এর গোয়েন্দারা ডাকাতির বিষয়টি তদন্ত করছেন।

এদিকে এ মাসে শিকাগোতে সাংবাদিকদের ডাকাতির শিকার হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। গত ৮ আগস্ট একজন ফটোগ্রাফার তার কাজ করার সময় ডাকাতদের কবলে পড়েন। মালপত্র কেড়ে নেওয়া ছাড়াও ওই ফটোগ্রাফারকে মারধর করে ডাকাতরা।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ