হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ, মা ও দুই শিশুর মৃত্যু

দুই সন্তান নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়েছেন এক নারী। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে নিরাপত্তা রেলিং পেরিয়ে নিচে পড়ে গিয়ে এক মা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক পুলিশ বলছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ‘ইচ্ছাকৃত’। এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানা যায়।

নিউইয়র্ক স্টেট পুলিশের তথ্যমতে, স্থানীয় সময় গত সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক স্টেট ট্রুপার জেমস ও’ক্যালাগানের মতে, সেখানে উপস্থিত কিছু ব্যক্তি এই পরিবারকে জলপ্রপাতের দিকে যেতে দেখেছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম চিয়ান্তি মিন্স (৩৩)। ছেলে ও মেয়েকে নিয়ে তিনি নিরাপত্তা রেলিং অতিক্রম করে লুনা আইল্যান্ডের কাছে জলপ্রপাতের দিকে এগিয়ে যান।

গত বুধবার এক প্রেস রিলিজে নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনাটি ‘ইচ্ছাকৃত’ ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। তবে ওই নারীর এমন সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। তাঁদের লাশও এখনো উদ্ধার করা যায়নি।

দুই শিশুকে নিয়ে জলপ্রপাতে ঝাঁপ দেন চিয়ান্তি মিন্স (৩৩)। ছবি: লিঙ্কডইন

নিহত শিশুদের মধ্যে রয়েছে ৯ বছর বয়সী রোমান রস্ম্যান এবং ৫ মাসের মেক্কা মিন্স। পুলিশ জানিয়েছে, এই পরিবার নায়াগ্রা জলপ্রপাত এলাকায় বসবাস করত।

ও’ক্যালাগান সাংবাদিকদের জানান, তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ বোঝার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছেন। জলপ্রপাত এলাকায় ‘অনেক নিরাপত্তাব্যবস্থা’ রয়েছে। এখানে দুর্ঘটনার আশঙ্কা প্রায় নেই।

ও’ক্যালাগান আরও জানান, ওই নারীর পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানানোর চেষ্টা চলছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তা অনুযায়ী এটি একটি ইচ্ছাকৃত ঘটনা ছিল। তবে কারণ খুঁজে বের করা অনেক কঠিন।

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প