হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন ইস্যুতে ইউরোপ সফরে যাবেন বাইডেন

 ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলোর নেতা এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার বাইডেনের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল জাজির প্রতিবেদন অনুসারে, আগামী ২৪ মার্চ একটি শীর্ষ সম্মেলনে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের বিষয়ে আলোচনার জন্য একই দিনে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। 

জেন সাকি বলেছেন, ‘সেখানে (ইউরোপে) থাকাকালীন তাঁর লক্ষ্য হলো ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাত করা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের এই সময়ে নিজেদের অবস্থান কি তা মূল্যায়ন করা। আমাদের প্রেসিডেন্ট বাইডেন যে সামনাসামনি কূটনীতিতে বিশ্বাসী।’ 

সাকি বলেন, ‘বাইডেন এই সফরকে ন্যাটো মিত্রদের প্রতি আমাদের যে ইস্পাতদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে তা পুনরায় নিশ্চিত করতে ব্যবহার করবেন।’ 

এ দিকে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। 

একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ