হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

চীন থেকে আসা পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীনে নতুন করে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভারতও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে যুক্তরাজ্য সরকার বলেছে, ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বা সীমান্ত অতিক্রমের সময় কোনো বিধিনিষেধ পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়াও বলেছে, তারা ভ্রমণকারীদের জন্য আপাতত কোনো বিধিনিষেধ আরোপ করবে না।

এদিকে প্রায় তিন বছর কঠোর নিষেধাজ্ঞার পর চীন জানিয়েছে, আগামী বছরের ৪ জানুয়ারি থেকে দেশটি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করবে। গত মঙ্গলবার চীন ঘোষণা করেছে, দেশটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। যদিও চীনে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। তবে বেইজিং অভিযোগ করে বলেছে, কিছু দেশ ও গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্র বলেছে, আগামী ৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীন, হংকং ও ম্যাকাওয়ের ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজে ওঠার সর্বোচ্চ দুই দিন আগে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে। যাঁরা ১০ দিনের বেশি আগে করোনা পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন, তাঁদের পুনরায় করোনা পরীক্ষা করে নেতিবাচক ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, দেশটি করোনার তথ্য সরবরাহে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে কার্যকরভাবে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, কিন্তু চীন সেই কাজ করেনি।

চীন সম্প্রতি করোনা সংক্রমণের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটিতে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে এবং কতজন মারা যাচ্ছে, তা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া আরও কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ওপর করোনা পরীক্ষার বিধিনিষেধ আরোপ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘আগামীকাল শুক্রবার থেকে জাপানে আসা চীনা ভ্রমণকারীদের করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া গত সাত দিনের মধ্যে যাঁরা চীন ভ্রমণ করেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় যাঁদের ফল পজিটিভ আসবে, তাঁদের সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যাঁদের উপসর্গ থাকবে, তাঁদের পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। চীন থেকে যাওয়া-আসা ফ্লাইটও সীমিত করবে বলে জানিয়েছে জাপান।

ভারত বলেছে, চীন থেকে যেসব ভ্রমণকারী ভারতে আসবেন, তাঁদের অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ ফল নিয়ে আসতে হবে। ভ্রমণকারীদের পরীক্ষার ফল পজিটিভ হলে বা করোনার উপসর্গ থাকলে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

তাইওয়ান জানিয়েছে, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যাঁরা চীন থেকে তাইওয়ানে আসবেন, তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। এ ছাড়া বেলজিয়ামে ভ্রমণের ক্ষেত্রেও করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ব্রুজের মেয়র। 

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প