কোডিভ-১৯ আক্রান্ত হালকা থেকে মাঝারি সমস্যার রোগীদের চিকিৎসায় কোভিড-১৯ পিলের জন্য আমেরিকা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন চেয়েছে মের্ক অ্যান্ড কো ইনকর্পোরেটেড। সোমবার কোম্পানিটি এই আবেদন করে। অনুমোদন পেলে এই রোগের এটাই প্রথম খাবার ওষুধ হয়ে উঠবে।
বিশ্বে এই প্রথম কোভিড চিকিৎসায় খাওয়ার ট্যাবলেট আবিষ্কার করেছে বহুজাতিক মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মের্ক।
এই মাসের শুরুতে প্রকাশিত তথ্যানুসারে, মোলনুপিরভির চিকিৎসা হালকা থেকে মাঝারি অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে দেয়।
মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ মের্কের সঙ্গে চুক্তি করতে কাজ শুরু করেছে।
প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে আমেরিকার ১ দশমিক ৭ মিলিয়ন কোর্সের চুক্তি হয়েছে। প্রতিটি কোর্সের দাম ৭০০ ডলার। প্রস্তুতকারক কোম্পানি মের্ক ২০২১ সালের মধ্যে ১০ মিলিয়ন কোর্স তৈরির আশা করছে।
এটি ভারতভিত্তিক বেশ কয়েকটি জেনেরিক ওষুধ প্রস্তুতকারকে লাইসেন্স দিতেও সম্মত হয়েছে। যা ১০০ টি মধ্যেম আয়ের দেশে ওষুধ সরবরাহ করবে বলে তারা আশা করছে।
গিলিয়েড সায়েন্সেস ইনকর্পোরেটেড ইনফিউজড অ্যান্টিভাইরাল রেমডেসিভির সাধারণত একজন রোগীকে হাসপাতালে ভর্তি করার পরেই দেওয়া হয়।