হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউইয়র্কের গভর্নর কুমোর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে এক তদন্তে ১১ নারীকে যৌন হেনস্তার ঘটনা প্রমাণিত হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। এর আগে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এখনো পর্যন্ত যৌন হেনস্তার দাবি অস্বীকার করছেন কুমো। এর মাঝেই বললেন 'আমি এখন যা করতে পারি তার মধ্যে সর্বোত্তম হলো দায়িত্ব থেকে সরে যাওয়া'। আগামী ১৪ দিনের মধ্যে তাঁর এ পদত্যাগ কার্যকর হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। ১৬৮ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ১১ নারীকে যৌন হেনস্তার প্রমাণ উঠে এসেছে।একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই প্রতিবেদনই বিধ্বংসীই হলো। 

প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।' 

এ প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ।' বলা যায়, প্রেসিডেন্ট জো বাইডেনসহ সহকর্মী ডেমোক্র্যাটদের চাপের মুখেই পদত্যাগ করেছেন কুমো। 

কুমোর পদত্যাগে নিউইয়র্ক রাজ্যের গভর্নর হিসেবে স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল। হোচুল হবেন এই পদে নেতৃত্বে দেওয়া প্রথম নারী। 

প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। তিনি এমন কোনো কিছু করেননি বলে দাবি করে আসছেন। এ বিষয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি নিজের পারিবারিক শিক্ষা তাঁকে মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে শিখিয়েছে বলে দাবি করেন। কুমো হলেন যৌন হেনস্তার অভিযোগে পদ হারানো নিউইয়র্কের তৃতীয় গভর্নর। 

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প