হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে ‘হত্যার চেষ্টা’, বন্দুকধারী গ্রেপ্তার

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের দিকে বন্দুক তাক করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বুয়েনস আইরেসে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী অ্যানিবাল ফার্নান্দেজ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ক্রিস্টিনাকে বন্দুক তাক করার ফুটেজ সম্প্রচার করেছে। ফুটেজে দেখা গেছে, ক্রিস্টিনা তাঁর গাড়ি থেকে নামার সময় এক ব্যক্তি তাঁর মাথায় বন্দুক তাক করেছেন। 

নিরাপত্তামন্ত্রী অ্যানিবাল ফার্নান্দেজ বলেন, ফরেনসিক পুলিশ কর্মীরা আরও তথ্য পেতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির আঙুলের ছাপ বিশ্লেষণ করবেন। 

এএফপি জানিয়েছে, ক্রিস্টিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। গত সপ্তাহ থেকে তাঁর বাড়ির সামনে শত শত মানুষ বিক্ষোভ করছে। ক্রিস্টিনা ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রসিকিউটররা বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১২ বছরের কারাদণ্ড হতে পারে এবং তিনি রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন। 

সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনার বিরুদ্ধে চলমান মামলার রায় এ বছরের শেষের দিকে হতে পারে। বর্তমানে তিনি সিনেটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ক্রিস্টিনা দোষী সাব্যস্ত হলেও কারাগারে যাবেন না, যদি না তাঁর সাজা সর্বোচ্চ আদালত অনুমোদন করে অথবা তিনি আগামী নির্বাচনে (২০২৩ সালের শেষের দিকে অনুষ্ঠিত হবে) সিনেটের পদ হারান। 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন ক্রিস্টিনা। সে সময় তিনি ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী ব্যক্তিটি ক্রিস্টিনার মাথা থেকে কয়েক ইঞ্চি দূরে একটি বন্দুক নিশানা করছেন এবং গুলি করার চেষ্টা করছেন। কিন্তু গুলি ছুড়তে পারেননি। ক্রিস্টিনা সে সময় মাথা নিচু করছেন। 

অন্য এক ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে কয়েক ব্যক্তি বন্দুকধারীর কাছ থেকে ক্রিস্টিনাকে আড়াল করার চেষ্টা করছেন। 

আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রী সার্জিও মাসা গুলি চালানোর এ ঘটনাকে ‘হত্যার চেষ্টা’ বলে অভিহিত করেছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘যখন ঘৃণা ও সহিংসতা বিতর্কের ওপর প্রাধান্য পায়, তখন সমাজ ধ্বংস হয়ে যায় এবং এখনকার মতো পরিস্থিতি তৈরি হয়। এটি স্পষ্ট হত্যার চেষ্টা।’ 

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ‘বন্দুকটিতে পাঁচটি গুলি ছিল, কিন্তু তিনি গুলি চালাতে ব্যর্থ হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ব্যক্তিকে স্থানীয় গণমাধ্যম ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান হিসেবে চিহ্নিত করেছে। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে তিনি হামলা করতে উদ্যত হয়েছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে একটি অস্ত্র পাওয়া গেছে। 

বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে ফার্নান্দেজ বলেছেন, ‘আমরা দ্বিমত করতে পারি, আমাদের গভীর মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঘৃণা ছড়ানো বক্তব্য দিতে পারি না। এতে সহিংসতার জন্ম দিতে পারে। গণতন্ত্রে সহিংসতার কোনো সুযোগ নেই।’ 

বিবিসি জানিয়েছে, আর্জেন্টিনার মানুষের জীবন, গণতন্ত্র রক্ষা ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। 

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া