হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুরুষ সহকারীকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেন মার্কিন সিনেটর, আদালতে অভিযোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। 

মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন। 

কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন। 

স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’ 

মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন। 

উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই