হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২ শীর্ষ আইএস জঙ্গি নিহত 

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হয়েছেন। আজ শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ সংবাদ সম্মেলনে থেকে এমনটি বলা হয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, শনিবারের এই হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হননি। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় কমপক্ষে ১৩ মার্কিন সেনা নিহত হন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। 
তবে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় যারা মারা গেছেন তাঁরা সরাসরি কাবুল বিমানবন্দরে হামলায় জড়িত ছিল কি-না তা নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। 

সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, তাঁরা আইএস-কে বা খোরাসান প্রদেশের ইসলামিক স্টেটের পরিকল্পনাকারী এবং সহায়তাকারী। এই দুজন আর বিশ্বের বুকে হাঁটতে পারবে না। এটি ভালো খবর।

এদিকে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে আগামী কয়েক দিন কাবুলে আরও সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তালেবান ক্ষমতায় আসার পর গত ১৪ আগস্ট থেকে এই পর্যন্ত আফগানিস্তান থেকে ১ লাখ ১৭ হাজার মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস