হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রুশ প্রকাশকদের সহযোগিতা করবেন না স্টিফেন কিং

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে রুশ প্রকাশকদের আর কোনো ধরনের সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় মার্কিন লেখক স্টিফেন কিং। তিনি রুশ প্রকাশনা সংস্থা এএসটির সঙ্গে নতুন এক চুক্তিতে সকল সহযোগিতা স্থগিত করেছেন। রুশ বার্তা সংস্থা তাস, সংবাদমাধ্যম মস্কো টাইমস ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান নিউজ হাব এ তথ্য জানিয়েছে। 
তাস এক প্রতিবেদনে জানিয়েছে, স্টিফেন কিংয়ের ‘বিলি সামারস’ উপন্যাস আগামী ৬ এপ্রিল থেকে রাশিয়ার বইয়ের দোকানগুলোতে পাওয়া যাওয়ার কথা রয়েছে। যদি তাই হয়, তবে এই উপন্যাসটিই হতে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় স্টিফেন কিংয়ের শেষ বই। চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত রুশ পাঠকেরা আর স্টিফেন কিংয়ের নতুন কোনো বই রাশিয়ায় পাবেন না। 
এর আগে এক টুইটার পোস্টে স্টিফেন কিং জানিয়েছিলেন, তিনি রাশিয়ায় তাঁর বই প্রকাশের জন্য চুক্তি নবায়ন করবেন না। ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং রুশ সরকারের পদক্ষেপের সমালোচনা করছেন।

প্রকাশনা সংস্থা এএসটি জানিয়েছে, তারা রুশ পাঠকদের চাহিদাকে সব সময় গুরুত্ব দেয়। সে জন্য তারা স্টিফেন কিংয়ের বই প্রকাশের জন্য তিন-চার বছর ধরে চুক্তি দীর্ঘায়িত করে আসছে। কিন্তু কিং আর নতুন করে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না। 

স্টিফেন কিংয়ের বই বিশ্বব্যাপী ৩ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে। তাঁর লেখা বহু উপন্যাস থেকে চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ ও ওয়েব সিরিজ তৈরি হয়েছে। বিশ্বের অসংখ্য সাহিত্য পুরস্কার অর্জন করেছেন স্টিফেন কিং। এ পর্যন্ত তিনি ৬০ টির বেশি উপন্যাস এবং ২০০ টিরও বেশি ছোটগল্প লিখেছেন। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও