হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কিংবদন্তি মার্কিন সুরকার-গীতিকার স্টিফেন সনধাইমের মৃত্যু

কিংবদন্তি মার্কিন সুরকার-গীতিকার স্টিফেন সনধাইম আর নেই। গতকাল শুক্রবার ৯১ বছর বয়সী এই তারকার মৃত্যু হয়। তাঁর আইনজীবীর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কানেকটিকাটের রক্সবারিতে নিজ বাড়িতে সনধাইম শেষনিশ্বাস ত্যাগ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সনধাইম ছিলেন মিউজিক্যাল থিয়েটারের একজন শক্তিমান শিল্পী। তিনি অসম্ভাব্য বিষয়কে বিনোদনের ল্যান্ডমার্কে পরিণত করেছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি কোম্পানি, ফলিস এবং আ লিটল নাইট মিউজিকসহ ব্রডওয়ের সবচেয়ে পরিচিত শোগুলোর স্কোর লিখেছেন। সনধাইম ওয়েস্ট সাইড স্টোরির জন্য গানও লিখেছেন। 

নিউইয়র্কে জন্মগ্রহণকারী এই সুরকার আটটি গ্র্যামি পুরস্কার, ৯টি টনি পুরস্কার, থিয়েটারে বিশেষ আজীবন সম্মাননাসহ একটি একাডেমি পুরস্কার জিতেছেন। তিনি পুলিৎজার পুরস্কারও পেয়েছিলেন। ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর হাতে তুলে দেন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম'। 

সনধাইমের আইনজীবী বলেছেন, মৃত্যুর এক দিন আগেও সনধাইম বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাস করেছেন। এদিকে বরেণ্য এই সুরকারের মৃত্যুতে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও টুইট করেছেন, 'স্টিফেন সনধাইম চমৎকার এক জগৎ ও চরিত্র তৈরি করেছিলেন, যার প্রতিটি গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল নিউইয়র্ক সিটির এক শিশু। যে এক কিংবদন্তি; ব্রডওয়ের উজ্জ্বলতম আলোগুলোর মধ্যে একটি, যা এখন অন্ধকার। সে শান্তিতে থাকুক।' 

মার্কিন অভিনেত্রী ও গায়িকা আনা কেনড্রিক বলেছেন, সনধাইমের সঙ্গে কাজ করাটা ছিল 'আমার ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ সুযোগগুলোর একটি'। একই সঙ্গে তাঁর মৃত্যুকে 'একটি ধ্বংসাত্মক ক্ষতি' বলে উল্লেখ করেন তিনি। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ