হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

২০২২ সালে যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারের অধিক আত্মহত্যার রেকর্ড 

উন্নত বিশ্বের দেশ যুক্তরাষ্ট্রে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত বছর ৪৯ হাজারের বেশি আমেরিকান আত্মহত্যা করেছেন। যা এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যায় অস্ত্র ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ার বেকেরা এক বিবৃতিতে বলেছেন, ‘১০ আমেরিকানের মধ্যে ৯ জন বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছে। সিডিসির এই প্রতিবেদন দেখিয়েছে কেন আমেরিকানরা এমনটি মনে করেন।’

তিনি বলেছেন, খারাপ সময়ে অন্যের কাছে সহায়তা চাওয়ার বিষয়টিকে এখনো অনেকে দুর্বলতা হিসেবে মনে করেন।

২০২২ সালে আত্মহত্যার হার ছিল প্রতি এক লাখে ১৪ দশমিক ৯ মৃত্যু। এর আগে আত্মহত্যার সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। সে বছর এ সংখ্যা ছিল প্রতি ১ লাখে ১৪ দশমিক ২ মৃত্যু। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে যা প্রায় ৫ শতাংশ বেশি।

সিডিসি বলেছে, ২০২১ সালে আত্মহত্যাকারীর সংখ্যা ছিল ৪৮ হাজার ১৮৩ জন। অপরদিকে ২০২২ সালে আত্মহত্যা করেছিলেন ৪৯ হাজার ৪৪৯ জন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস