হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হামলার পরও অক্ষত ইরানের পারমাণবিক কর্মসূচি, গোয়েন্দা মূল্যায়ন অস্বীকার ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্র। ছবি: স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মূল্যায়নে এমনটাই বলা হয়েছে। সিএনএন, বিবিসি, আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

পেন্টাগন বলছে, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছি যুক্তরাষ্ট্র, যা ১৮ মিটার কংক্রিট বা ৬১ মিটার মাটির নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তবে, গত ২২ জুনের হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর মাটির ওপরের কাঠামোই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূগর্ভস্থ অবকাঠামোগুলো অক্ষতই রয়েছে।

গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ফোরদো ও নাতাঞ্জের প্রবেশপথ কিছুটা ধ্বংস বা বন্ধ করা গেলেও, ইরানের সেন্ট্রিফিউজ মেশিনগুলো অনেকটাই অক্ষত আছে। এসব মেশিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মূল উপাদান। ধারণা করা হচ্ছে, এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদনকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলার আগেই এসব পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল ইরান। ফলে, মূল পরমাণু কর্মসূচিতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে, এর আগে হোয়াইট হাউস দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি।

এদিকে, ট্রাম্প প্রশাসন এখনো নিজেদের অবস্থানেই অনড়—তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির তেমন কোনো ক্ষতি হয়নি বলে যে গোয়েন্দা মূল্যায়ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তা ‘ভিত্তিহীন’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ‘ভুয়া খবর ছড়ানো সিএনএন আর ধুঁকতে থাকা নিউইয়র্ক টাইমস মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানে কলঙ্ক লাগাতে চাইছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে! জনগণ এখন সিএনএন আর টাইমসকে ধুয়ে দিচ্ছে!’

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ