হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বন্দুকধারীর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তদন্তে নিউইয়র্ক পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় গত শনিবার ১০ জন নিহতের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় পেটন গেন্ডরন (১৮) নামের এক তরুণকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বিবিসি বলছে, আটক তরুণ হামলার দৃশ্য লাইভ সম্প্রচার করেছিলেন। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও অবাধে ছড়িয়ে পড়া নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে। এবার সেই সব সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। 

আজ বুধবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, বন্দুকধারী হামলার পরিকল্পনা, প্রচার ও সম্প্রচার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছিলেন। 

লেটিটিয়া জেমস বলেন, ‘তদন্তে আমাজন ডট কমের প্রতিষ্ঠান লাইভ ভিডিও স্ক্রিমিং প্ল্যাটফর্ম ‘টুইচ’কে ফোকাস করা হচ্ছে। কেননা, হামলাকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও ধারণ করেন। এ ছাড়া ডিসকোর্ড, 4 chan, 8 chan এবং অন্যান্য বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেই হামলার ভিডিও ও ছবি ছড়ানো হয়। এ ঘটনা আবারও বুঝিয়ে দিল যে বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা এখনো কতটা বিপজ্জনক। এমন কার্যক্রম বন্ধ করতে এবং এটি যেন আর কখনো না ঘটে সেটি নিশ্চিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব চেষ্টাই করে যাব।’ 

টুইচের পক্ষ থেকে অবশ্য একটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ভিডিও শুরুর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। এই পোস্ট যেন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে, সেটি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। 

টুইচের ভূমিকাকে দায়ী করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ‘টুইচের উচিত ছিল সেকেন্ডের মধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা।’ 

ক্যাথি হোচুল আরও বলেন, ‘নিউইয়র্কের অস্ত্র আইন কঠোর করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য হুমকি এমন ব্যক্তিদের নিরস্ত্র করার জন্য পুলিশকে তাদের কর্তৃত্ব প্রয়োগের বিষয়ে বলা হয়েছে।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার স্ক্রিনশটের ছবি দেখা গেছে। সেখানে দেখা যায়, হামলাকারী বন্দুক হাতে এক ব্যক্তির ওপর দাঁড়িয়ে আছেন। 

হামলার আগে ৫৮৯ পৃষ্ঠার পরিকল্পনা ‘ডিসকোর্ড’-এ অন্য নাম ব্যবহার করে হামলাকারী পোস্ট করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ‘ডিসকোর্ড’-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে সহায়তা করছি।’ 

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, তারা এ ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে। 

বাইডেন বলেন, ‘যারা আমেরিকাকে বোঝে না, অথচ ভালোবাসার ভান করে, তারাই ঘৃণা ও ভীতি ছড়ায়। বিশ্বের ইতিহাসে আমরাই সবচেয়ে বেশি বর্ণের মানুষ নিয়ে গঠিত সবচেয়ে গতিশীল জাতি। এখন সময় ধর্ম-বর্ণনির্বিশেষে আমেরিকান হিসেবে কথা বলার এবং হোয়াইট সুপ্রিমেসিকে প্রত্যাখ্যান করার।’

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও