হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

ঢাকা: কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলার সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিল। খবর বিবিসির

প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে নামার সময় এতে গুলি চালানো হয় এবং আশপাশের বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।

প্রেসিডেন্ট দুকে এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেছেন, এ হামলায় তিনি মোটেই ভীত নন।

এক ভিডিও টুইট বার্তায় প্রেসিডেন্ট দুকে বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।’ 

উল্লেখ্য, ঘটনাস্থল কাটাটুম্বো এলাকার নিয়ন্ত্রণ বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) হাতে। ১৯৬৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জমি এবং সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে কাজ করে থাকে। তারাই দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। যদিও কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে থাকে।

এর আগে চলতি মাসের শুরুতে কুকুটার সামরিক ঘাঁটিতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মার্কিন সামরিক উপদেষ্টাসহ ৩৬ জন আহত হন। হামলার দায় ইএলএনের ওপর চালানো হলেও সংগঠনটি এই দায় অস্বীকার করে।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস