কাবুলে আটকে পড়াদের উদ্ধার করা ইতিহাসের অন্যতম কঠিন কাজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে দেওয়া একটি ভাষণে তিনি এমন মন্তব্য করেন।
বাইডেন বলেন, এটি অন্যতম বড় উদ্ধার অভিযান। এখানে শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে প্রতিজ্ঞা করতে পারছি না।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গত ১৪ আগস্ট থেকে এ পর্যন্ত ১৩ হাজার মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় ভাড়া করা বিমানে আরও হাজার হাজার মানুষকে ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেছেন জো বাইডেন।