হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আরও ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রে জালিয়াতির অপর এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আরও ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার মার্কিন আদালতের বিচারক ট্রাম্পকে এই জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এর আগেও এক জালিয়াতির মামলায় ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার এই অর্থের মধ্যে ম্যানহাটান আদালতের করা জরিমানার ৩৫ কোটি ৪৯ লাখ ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ট্রাম্পকে এ জরিমানা করেছিলেন ম্যানহাটান স্টেট কোর্টের বিচারপতি আর্থার অ্যাঙ্গরন। 

ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকেও প্রায় ৪৭ লাখ ডলার করে জরিমানা করেন অ্যাঙ্গরন। এ ছাড়া ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যালেন ওয়েইসেলবার্গকে সুদসহ ১১ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। 

গত বৃহস্পতিবার জরিমানা বাবদ মোট ৪৬ কোটি ৪৬ লাখ ডলার নির্ধারণ করেন আদালত। প্রতিদিনের হিসাবে ১ লাখ ১৪ হাজার ডলার সুদ নির্ধারিত হয়, যার বেশির ভাগ অর্থই ট্রাম্পকে একাই পরিশোধ করতে হবে। 

অ্যাঙ্গরনের ওই রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কের যেকোনো প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংক থেকে ঋণ নিতেও তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্পের প্রাপ্তবয়স্ক দুই ছেলেকে যেকোনো প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেন অ্যাঙ্গরন। এ সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ব্যবসা হুমকির মুখে পড়েছে। 

এ ছাড়া রিপাবলিকান দলের সাবেক এই প্রেসিডেন্ট আরও চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোতে এখনো দোষী সাব্যস্ত হননি তিনি। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ক্ষেত্রে তাঁর সামনে এখনো কোনো আইনি বাধা তৈরি হয়নি।

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প