হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আরও ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রে জালিয়াতির অপর এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আরও ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার মার্কিন আদালতের বিচারক ট্রাম্পকে এই জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এর আগেও এক জালিয়াতির মামলায় ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার এই অর্থের মধ্যে ম্যানহাটান আদালতের করা জরিমানার ৩৫ কোটি ৪৯ লাখ ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ট্রাম্পকে এ জরিমানা করেছিলেন ম্যানহাটান স্টেট কোর্টের বিচারপতি আর্থার অ্যাঙ্গরন। 

ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকেও প্রায় ৪৭ লাখ ডলার করে জরিমানা করেন অ্যাঙ্গরন। এ ছাড়া ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যালেন ওয়েইসেলবার্গকে সুদসহ ১১ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। 

গত বৃহস্পতিবার জরিমানা বাবদ মোট ৪৬ কোটি ৪৬ লাখ ডলার নির্ধারণ করেন আদালত। প্রতিদিনের হিসাবে ১ লাখ ১৪ হাজার ডলার সুদ নির্ধারিত হয়, যার বেশির ভাগ অর্থই ট্রাম্পকে একাই পরিশোধ করতে হবে। 

অ্যাঙ্গরনের ওই রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কের যেকোনো প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংক থেকে ঋণ নিতেও তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্পের প্রাপ্তবয়স্ক দুই ছেলেকে যেকোনো প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেন অ্যাঙ্গরন। এ সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ব্যবসা হুমকির মুখে পড়েছে। 

এ ছাড়া রিপাবলিকান দলের সাবেক এই প্রেসিডেন্ট আরও চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোতে এখনো দোষী সাব্যস্ত হননি তিনি। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ক্ষেত্রে তাঁর সামনে এখনো কোনো আইনি বাধা তৈরি হয়নি।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস