হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কেনেডি সহোদর ও মার্টিন লুথার কিং হত্যার নথি প্রকাশের আদেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথি প্রকাশ্যে আসতে চলেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার নথিপত্র জনসম্মুখে আনতে চান তিনি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন ধরে, দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে।’

নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় গোয়েন্দা পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে আগামী ১৫ দিনের মধ্যে এই তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশের পরিকল্পনা সাজাতে বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই তিন নেতার হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যসহ যুক্তরাষ্ট্রের মানুষজন। এই তিন হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য এখন পর্যন্ত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই সংশোধিত হয়েছে বারবার।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেসে পাস হওয়া এক আইনে এর আগের ২৫ বছরের তদন্ত-সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এবং পরে প্রেসিডেন্ট জো বাইডেন জন এফ কেনেডি সম্পর্কিত অনেক নথি প্রকাশ করেছিলেন। তবে কয়েক হাজার নথি এখনো আংশিক বা পুরোপুরি গোপন রাখা হয়েছে।

ট্রাম্প প্রথম মেয়াদে সব নথি প্রকাশ করতে চাইলেও সিআইএ ও এফবিআই কর্মকর্তাদের অনুরোধে তা করেননি। তবে এবারের নির্বাহী আদেশে তিনি বলেছেন, ‘গোপনীয়তার এই ধারাবাহিকতা জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে ডালাসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার ৫ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা তাঁর ভাই রবার্ট এফ কেনেডিকেও একই ভাগ্য বরণ করতে হয়। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হন তিনি। তাঁর মৃত্যুর ঠিক দুই মাস আগে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে হত্যাকাণ্ডের শিকার হন বর্ণবাদবিরোধী ও কৃষ্ণাঙ্গদের সম-অধিকার আদায় আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ