হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মিশিগানসহ তিন অঙ্গরাজ্যের রিপাবলিকান ককাসে ট্রাম্পের দাপুটে জয়

মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকান ককাসে গতকাল শনিবার সহজেই জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে পার্টিতে অন্তর্কোন্দল থাকায় রিপাবলিকানের আশঙ্কা ছিল যে, এখানে ট্রাম্পের প্রচার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সংশয় উড়িয়ে দাপুটে জয় পেয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

এডিসন রিসার্চ অনুসারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল মিসৌরি এবং আইডাহোতেও রিপাবলিকান ককাসে জিতেছেন। তিন অঙ্গরাজ্যেই ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোয়নের দৌড়ে টিকে থাকা শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন। এর মাধ্যমে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জো বাইডেনের বিরুদ্ধে লড়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প।

রিপাবলিকান পার্টির মিশিগান রাজ্য শাখা জানিয়েছে, সেখানকার ১৩টি ডিসট্রিক্টের সব কটিতেই নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ সমর্থন। ট্রাম্পের ১৫৭৫ ভোটের বিপরীতে হ্যালি পান মাত্র ৩৬ ভোট।

মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ার পিট হোয়েকস্ট্রা ট্র্যাম্পের এই জয়কে  অপ্রতিরোধ্য ও আধিপত্য বিস্তারকারী বলে অভিহিত করেছেন।

মিশিগানের পশ্চিমের শহর গ্র্যান্ড র‍্যাপিডসে প্রেসিডেনশিয়াল ককাসে অংশগ্রহণ করেন রিপাবলিকান পার্টির ১ হাজার ৬০০-এর বেশি ভোটার। আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প নাকি হ্যালির নাম ঘোষণা করা হবে, সেটা নির্ধারণেই ককাসে প্রতিনিধি বাছাই করছেন ভোটাররা।

আর এই মনোনয়নের দৌড়ে অনেকটাই এগিয়ে ট্রাম্প। তাঁকে ধরার জন্য নিকি হ্যালির হাতে আর খুব বেশি সময় বাকি নেই। জাতীয় সম্মেলন সামনে রেখে প্রাইমারির সবচেয়ে বড় দিন হতে যাচ্ছে আগামী ৫ মার্চ বা সুপার টুয়েসডে। ওই দিন ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে।

আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস, সাউথ ক্যারোলাইনায় আগেই জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন মিশিগান, মিসৌরি ও আইডাহোর ককাসে জিতে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের দৌড়ে অনেক দূর এগিয়ে গেলেন তিনি।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র