হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা বাইডেনের

চলতি বছরের শেষ দিকে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পরই ঘোষণাটি দেওয়া হয়। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ইরাকে মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত বছর বাগদাদে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি একটি বড় বিষয়ে পরিণত হয়েছে।

হোয়াইট হাউসের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

মুস্তফা আল-খাদেমি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ আরও অনেক খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

বৈঠকে ইরাকের মাটিতে বিদেশি কোনো সৈন্যের প্রয়োজন নেই বলে জানান খাদেমি।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস