হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা বাইডেনের

চলতি বছরের শেষ দিকে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পরই ঘোষণাটি দেওয়া হয়। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ইরাকে মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত বছর বাগদাদে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি একটি বড় বিষয়ে পরিণত হয়েছে।

হোয়াইট হাউসের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

মুস্তফা আল-খাদেমি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ আরও অনেক খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

বৈঠকে ইরাকের মাটিতে বিদেশি কোনো সৈন্যের প্রয়োজন নেই বলে জানান খাদেমি।

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা