হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে গত পরশু (২ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার প্রাইমটাইমে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছিলেন, ‘ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শ “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন–মেগা” গণতন্ত্রের জন্য হুমকি। এই মেগা মতাদর্শ এই দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। তাঁর মতাদর্শ চরমপন্থার প্রতিনিধিত্ব করে।’ 

প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যের এক দিন পর পাল্টা জবাবে তাঁকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প। পেনসিলভানিয়ার ওই র‍্যালিতে বক্তৃতা দেওয়ার সময় তিনি বাইডেন সম্পর্কে বলেন, ‘একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তব্য দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।’ 

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তাঁকে (বাইডেনকে) আপনারা চিনে রাখুন। আমাদের মেগা আন্দোলন মোটেও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে না। বরং আমরা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি। গণতন্ত্রের জন্য বিপদ আসে বামপন্থীদের পক্ষ থেকেই, ডানপন্থীদের থেকে নয়।’ 

গত ৮ আগস্ট ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালান এফবিআইয়ের কর্মকর্তারা। এই তল্লাশিকে ট্রাম্প ‘বিচারের প্রতারণা’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এর প্রতিক্রিয়া এমন হবে, যা কেউ কখনো দেখেনি।’

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশিকে স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমেরিকার স্বাধীনতার বিরুদ্ধে হুমকির এর চেয়ে বাস্তব ও প্রাণবন্ত উদাহরণ আর হয় না। আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতার অপব্যবহারের সাক্ষী হলাম।’ 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস