হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকো সীমান্ত: নতুন প্রাচীর নির্মাণে বাইডেনের অনুমোদন

অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে দক্ষিণাঞ্চলীয় টেক্সাসে মেক্সিকো সীমান্তে প্রাচীরের নতুন একটি অংশ নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন অংশ নির্মাণের অনুমোদন দিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কয়েকটি আইন সংস্কার করেছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মেক্সিকো সীমান্তের স্টার কাউন্টিতে ২০ মাইলজুড়ে নতুন এই প্রাচীর নির্মাণ করা হবে। ওই এলাকা দিয়ে অধিকসংখ্যক অভিবাসী অনুপ্রবেশ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

সীমান্তে প্রাচীর নির্মাণ নীতি ছিল মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই সময় ডেমোক্র্যাটরা প্রাচীর নির্মাণের তীব্র বিরোধিতা করেছিলেন। ২০২০ সালে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি নতুন প্রাচীর নির্মাণ করবেন না। কিন্তু অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ক্রমবর্ধমান সংখ্যা বাইডেনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রথমবারের মতো বাইডেন প্রাচীর নির্মাণের অনুমোদনের জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করেছেন, যা ট্রাম্পের সময় প্রায়ই করা হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর আড়াই লাখ অভিবাসী সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। গত সেপ্টেম্বরে এ সংখ্যা রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। 

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস এক ঘোষণায় বলেছেন, অবৈধ প্রবেশ রোধ করার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের সীমান্তের আশপাশে প্রাচীর নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ।

প্রাচীর নির্মাণের অনুমোদনের জন্য ক্লিন এয়ার অ্যাক্ট এবং সেফ ড্রিংকিং ওয়াটার অ্যাক্টসহ কয়েক ডজন ফেডারেল আইন মওকুফ করা হয়েছে। এই পদক্ষেপে ক্ষুব্ধ পরিবেশবাদীরা।

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’