হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর নেতৃত্বে প্রথম নারী নিয়োগের ঘোষণা বাইডেনের 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মনোনীত হলে তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম নারী এবং জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার বাইডেন এ ঘোষণা দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তবে সিনেট তাঁকে মনোনীত করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ এক রিপাবলিকান আইনপ্রণেতা দুই শতাধিক সিনিয়র সামরিক কর্মকর্তার মনোনয়ন স্থগিত করে দিয়েছেন। 

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ফ্রাঞ্চেত্তি একজন কমিশন্ড অফিসার হিসেবে আমাদের জাতির জন্য ৩৮ বছর ধরে নিবেদিত পরিষেবা দিয়ে আসছেন। এবার নৌ অপারেশনের ভাইস চিফের দায়িত্ব পালনের সময় এসেছে। তিনি দ্বিতীয় নারী, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার-তারকা অ্যাডমিরাল পদমর্যাদা অর্জন করেছেন। নিয়োগের পর তিনি আরেক ইতিহাস গড়বেন। প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।’ 

ফ্রাঞ্চেত্তি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ড সিরিজে কাজ করেছেন। তিনি ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। অন্যান্য পদের মধ্যে যুদ্ধের উন্নয়নের জন্য নৌ অভিযানের উপপ্রধান ছিলেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে নৌ অভিযানের ভাইস চিফ হন। 

অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে নৌবাহিনীর প্রধান হিসেবে তাঁর চার বছরের মেয়াদ শেষ করতে চলেছেন। তবে ফ্রাঞ্চেত্তির নিয়োগ সম্ভবত সিনেটর টমি টিউবারভিল স্তগিত করে দেবেন। এই রিপাবলিকান কয়েক মাস ধরে সামরিক মনোনীতদের অনুমোদন বিলম্বিত করছেন।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ