হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তাঁর করোনা শনাক্ত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, অস্টিনের অবস্থা স্বাভাবিক রয়েছে। আগামী ৫ দিন তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন। 

অস্টিন বলেছেন, তিনি পুরোপুরি টিকা নিয়েছেন। এমনকি তিনি করোনা টিকার বুস্টার ডোজও নিয়েছেন। এ জন্য তিনি মারাত্মকভাবে আক্রান্ত হননি। টিকা নেওয়ার কারণে তিনি এখন অনেকটায় স্বাভাবিক রয়েছেন। 

করোনার টিকার কার্যকারিতা রয়েছে। তাই সবাইকে করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারেও উৎসাহিত করেছেন অস্টিন। 

অস্টিন বলেন, সর্বশেষ তিনি গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে ছিলেন। ওই সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন না। 

এক বিবৃতিতে অস্টিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনি নিয়মিত তাঁর দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। তিনি ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়ে তাঁর দায়িত্ব পালন করছেন। 

যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ অস্টিন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত অক্টোবরে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া সম্প্রতি করোনার ওমিক্রন ধরন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার