হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বাইডেন’

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।

গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।

ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’

যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।

এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’