আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে দুর্বলতাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলার জন্য উদ্বুদ্ধ করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প এমনটি বলেন।
ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পুতিন প্রথম দিকে হামলা করতে চাননি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, পুতিন আলোচনা করতে চেয়েছিলেন। তারপর তিনি যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেন এবং পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।’
ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।